বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


অনুষ্ঠিত হলো 'ঢাকা বিভাগীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনুষ্ঠিত হলো 'ঢাকা বিভাগীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮' রাজধানী ঢাকার যাত্রাবাড়ীস্থ কমিটমেন্ট অডিটোরিয়ামে জাতীয় বিতর্ক সংসদ আয়োজিত 'গন্ধরাজ সিটি গার্ডেন ঢাকা বিভাগীয় ১ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮' আজ অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় রাজধানী সহ আশপাশের মোট ছয়টি স্কুল অংশ নেয়। তিনটি ধাপের প্রথম রাউন্ডে যথাক্রমে নিবরাস মাদরাসা বনশ্রী, পাগলা উচ্চ বিদ্যালয় নারায়নগঞ্জ, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়, নলেজ আইডিয়াল স্কুল।

বন্দর ফাজিল মাদরাসা, গোলাকান্দা মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় চারটি দল এবং সবশেষে ফাইনাল রাউন্ডে নলেজ আইডিয়াল স্কুলের প্রতিদ্বন্দ্বিতা করে রাজধানী ঢাকার বনশ্রী নিবরাস মাদরাসার বিতার্কিকরা। তাদের বিতর্কের বিষয় ছিলো- 'আইন নয় সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে'।

বিষয়টির পক্ষে বিতর্ক করে নলেজ আইডিয়াল স্কুলের বিতার্কিরা এবং বিপক্ষে বলেন নিবরাস মাদরাসার বিতার্কিকরা। নিবরাস মাদরাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নারায়নগঞ্জ জেলার নলেজ আইডিয়াল স্কুল।
বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ সহ সকল বিতার্কিকদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।

ইসলামি রাষ্ট্রচিন্তা

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক সংসদের প্রধান উপদেষ্টা শেখ ফজলুল করীম মারুফ, উপদেষ্টা জি. এম. রুহুল আমিন, মডারেটর মু. জিয়াউল হক।

জাতীয় বিতর্ক সংসদের সভাপতি এম. এম. শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি তার বক্তব্যে বিতর্কের বিষয়টি তুলে ধরে বলেন, 'জনসচেতনতা ও আইন উভয়টির সামঞ্জস্যতা রেখেই সড়ক দুর্ঘটা রোধ করা যাবে।

তোমরা শিক্ষার্থীরা সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্যকেও সচেতন করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা পালন করবে। আর এই বিতর্ক চর্চাকে মন থেকে ভালোবেসে তা অব্যহত রাখবে। কেননা বিতর্কের মাধ্যমে সুস্থ চিন্তা ও যৌক্তিকতা উপলব্ধির পথ সুগম হয়।'

আরো পড়ুন-
নির্বাচনকালীন সরকার সম্পর্কে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা
মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করেন প্রিন্সিপাল হাবীব রহ.


সম্পর্কিত খবর