বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভোলায় ৫০ কোটি টাকার মানহানি মামলা মইনুলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ভোলা জেলা মহিলা যুবলীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না।

সোমবার দুপুরে মামলাটি দায়েরের পর জুডিসিয়ালি তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালত। মামলায় উল্লেখ্য করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন ব্যারিস্টার মইনুল হোসেন।

যার মাধ্যমে নারীদের মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানীকর। মামলায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ছানাউল হক মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিসিয়াল তদন্ত করার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ অক্টোবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অারো পড়ুন-
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব


সম্পর্কিত খবর