আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানি শুরুর নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে ৩১ জুলাইয়ের মধ্যে তা নিষ্পত্তি করতে আগের দেয়া আদেশ মুলতুবি করেছে।
সকালে প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়েছে, জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করার পুনর্বিবেচনার আবেদন পরবর্তীতে বিবেচনা করা হবে।
এদিকে অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায় বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিল, সাজা বাড়াতে দুদকের আবেদন এবং দণ্ডপ্রাপ্ত আরও দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত-৫ খালেদা জিয়াকে অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে তিনি আপিল করেন।
এই আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেয় আপিল বিভাগ। এই নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দায়ের করেন খালেদা জিয়া।
রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)