বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক সভার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এই কমিটি গঠন করেন।

জানা যায়, কমিটির আহ্বায়ক হয়েছেন দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এবং সদস্য সচিব হয়েছেন বরিশাল মহানগর সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাকারিয়া হামিদী।

নির্বাচনী পরিচলনা কমিটির মিডিয়া সমন্বয়কারী ও ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি কে এম শরীয়তউল্লাহ জানান, জোহরেরর নামাজের পর এক সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- মাওলানা সৈয়দ নাছির আহম্মে কাওছার, মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা আনোয়ার হোসেন জিহাদী ও প্রিন্সিপাল মুহাম্মদ ওমর ফারুক।

এদিকে, নির্বাচনী প্রতীক হাতে পেয়েই প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব-এর পক্ষে প্রচারণায় নেমেছেন দলটির সিনিয়র নেতাকর্মীরা।

গতকাল ১১ জুলাই মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব এর পক্ষে প্রচারণা চালান দলের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল মহানগর সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়াও নগরীরর নাজিরের পুল এলাকায় গণসংযোগ করা হয় মেয়র প্রার্থীর সমর্থনে। এসময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।

তিনি বলেন, আমি দুর্নীতি ও দুর্দশাগ্রস্থ বরিশাল নগরবাসীকে একটি মডেল সিটি উপহার দিতে চাই। যেখানে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজ ও পার্সেন্টিসজীবীগণ নেতৃত্বে থাকবেনা। আর নগরবাসী এমন একজন ব্যক্তিকেই মেয়র হিসেবে দেখতে চায়। তাই আমি আশাবাদী যে সর্বস্তরের বরিশালবাসী আমাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন  : ‘জয়ী হলে বেতনের অর্ধেক টাকাও জনসেবায় দেব ইনশাআল্লাহ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ