আওয়ার ইসলাম: চলমান মাদকবিরোধী অভিযানে চার জেলায় পাঁচজন নিহত হয়েছেন।
এর মধ্যে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় দুইজন এবং নাটোরে একজনের প্রাণ গেছে। আর ঢাকার কেরানীগঞ্জ ও লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলির মধ্যে’ নিহত হয়েছেন দুই ব্যক্তি। এরা সবাই মাদক কারবারে জরিত বলে জানিয়েছেন পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই নিহতের খর পাওয়া যাচ্ছে। গত দুই মাসে প্রায় দুইশ মানুষের মৃত্য হয়েছে।
কুষ্টিয়ায় বন্দুকযুুদ্ধে নিহতরা হলেন, সদর উপজেলার রাজারহাট মোড় এলাকার আহম্মদ আলীর ছেলে ফুটু ওরফে মোন্না (৩৫) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (৩০)।
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের মাদক উদ্ধার অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় মো. সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল। সে দেনায়েতপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।
নাটোরে নিহত মাদক কারবারীর নাম ওসমান গণি (২৮)। সে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল গ্রামের মনছুর আলীর ছেলে।
কেরানীগঞ্জের দেওসুর এলাকার মনীর হাজির বালুর মাঠে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধে নিহত হন নূর হোসেন নূরার (৩৫)। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭