আওয়ার ইসলাম: জাপানের পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬ জনে পৌঁছেছে।
বিশ্বখ্যাত গণমাধ্যম সিএনএনএর একটি প্রতিবেদনে জানা গেছে, প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশটির অন্তত ২০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এ বন্যায় মৃতের সংখ্যা কত, তা এখনও জানাতে পারেনি সিএনএন। তবে তারা বলছে, জাপানের স্মরণকালের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা এটি।
আজ বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয় সময় সকালে বন্যাদুর্গত এলাকা ওকায়ামা পরিদর্শন করেছেন।
এই প্রাকৃতিক দুর্যোগের আক্রান্ত নাগরিকদের উদ্ধারে কাজ করছে দেশটির পুলিশ এবং সেনাবাহিনীর অন্তত ১০ হাজার সদস্য। এর আগে আবহাওয়া বিভাগ দেশটির প্রধান দ্বীপ হনসুর চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করে।
সৌদিতে আফগান বিষয়ক ওআইসির ‘ওলামা সম্মেলন’ শুরু আজ