আওয়ার ইসলাম: ভারতের প্রত্যেক জেলায় শরিয়া আদালত খুলতে চায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বিষয়টি নিয়ে ১৫ জুলাই বৈঠকে বসছে নেতারা। খবর এবিপি আনন্দের
বৈঠকে বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষকে শরিয়া আইনের দর্শন ও বিচার সম্পর্কে ওয়াকিবহাল করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা হবে।
এ কমিটির কাজ হল বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের শরিয়া আইন সম্পর্কে বোঝানো, শরিয়ার যুক্তি তাদের সামনে তুলে ধরা।
প্রায় ১৫ বছর বয়সী এই কমিটি দেশের নানা জায়গায় সম্মেলন ও ওয়ার্কশপের আয়োজন করবে। এ সবের মাধ্যমে ইসলাম সম্পর্কে ওয়াকিবহাল লোকেদের মাধ্যমে আইনজীবীসহ বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিতদের শরিয়া আইন সম্পর্কে জানানো হবে।
এই কমিটির লক্ষ্য হল, যদি কোনও শরিয়া সম্পর্কিত মামলা অন্য আদালতে যায় তবে তা যাতে যতটা সম্ভব শরিয়ার আওতায় থাকে তার চেষ্টা করা।
ভারতে ট্রেনে বোমা, যাত্রীদের নামিয়ে তল্লাশি!
-আরআর