আওয়ার ইসলাম: চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেরেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি শনিবার (০৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসরায়েলি সেনাদের গুলিতে একদিনে শহিদ ২২ ফিলিস্তিনি
-আরআর