আবদুল্লাহ তামিম: সব ষড়যন্ত্র দূর করে পদ্মাসেতু এখন দৃশ্যমান। উন্নয়নের গতিধারাও এগিয়ে চলছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিবেশি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের অধিকার আদায় করছে সরকার।
৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সেনানিবাস সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, স্বশস্ত্র বাহিনীর উন্নয়ণে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পিজিআর সদস্যদের আবাসনে ১৪ তলা ভবন নির্মান করা হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু এখন দৃশ্যমান। অথচ এক বিশিষ্ট ব্যক্তির ব্যক্তিগত আক্রোসের কারণে পদ্মাসেতুর অর্থায়ণ বন্ধ করতে চেয়েছিলো বিশ্বব্যাংক।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন সমস্যা সমাধান করা যায় সে দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্বশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলতে পিজিআর সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা