আওয়ার ইসলাম: নাইজেরিয়ার ৫ বছরের এতিম শিশু সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর বিশ্ববাসী আশ্চর্য এক প্রতিভা দেখেছে।
নাইজেরিয়ার জারিয়া প্রদেশের প্রতিভাবান শিশু শামসুদ্দিন মুহাম্মাদ গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
শামসুদ্দিন মুহাম্মাদ তিন বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। তিনি সেদেশের আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।
৬ মাস বয়সে শামসুদ্দিন তার পিতা-মাতাকে হারান। নাইজেরিয়ার এক পরিবার তখন তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করে। অতি অল্প বয়সে তাকে ইসলামি বিজ্ঞান এবং পাশ্চাত্য বিজ্ঞার অর্জনের জন্য স্কুলে পাঠানো হয়।
স্কুলের শিক্ষক বলেছেন, শামসুদ্দিন মুহাম্মাদের ধারণ ক্ষমতা অনেক বেশী এবং ভাল। সাধারণত ভালোভাবে কুরআন হেফজ করতে দুই বছর সময় লাগে। কিন্তু তিনি মাত্র দেড় বছর সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
কুরআন হেফজের পর প্রথমে তিনি আঞ্চলিক পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর ২০১৬ সালে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ স্থানে উত্তীর্ণ হন।
নাইজেরিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটি তার প্রতিভার কথা বুঝতে পেরে তাকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করেন।
২০১৭ সালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় নাইজেরিয়ার প্রতিনিধি হিসেবে শামসুদ্দিন মুহাম্মাদ অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০ দেশের প্রতিনিধিদের মধ্যে তিনি দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হন।
দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা