বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ট্রাম্পের অনুরোধে সৌদি সম্মতি দিলো অতিরিক্ত তেল উৎপাদনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ট্রাম্পের অনুরোধে সৌদি সম্মতি দিয়ে তেলের বাজারের ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন চাহিদা অনুযায়ী আরো তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া বলে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন বাদশা সালমান।

দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চাহিদা ও সরবরাহ স্তরে যেকোনও ভবিষ্যৎ পরিবর্তনের প্রয়োজনে সৌদি আরব তার অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য সিদ্ধান্ত নিয়েছে।’

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তেলের উৎপাদন দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত বৃদ্ধি করতে তার অনুরোধে সৌদি বাদশা সালমান সম্মত হয়েছেন।

তিনি বলেন, তেল উৎপাদন সম্পর্কে সৌদি বাদশাকে টেলিফোন করার পর তাদের মধ্যে এ বিষয়ে ঐকমত্য হয়। তবে, এব্যাপারে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সৌদি আরবসহ ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সহযোগী দেশগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্র: আল জাজিরা

ভারত থেকে এবার সবচেয়ে বেশি হজে যাচ্ছেন, ‘মাহরাম’ ছাড়া নারী ১৩০৮


সম্পর্কিত খবর