শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

হত্যার পর লাশ ড্রামে, চাচা ও চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় তার চাচা ও চাচাতো ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।

১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় আড়াই বছর পর এই রায় দেওয়া হলো। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন নিহত তুহিনের চাচা বিল্লাল হোসেন ও তাঁর ছেলে মাহফুজুল ইসলাম।

একই সঙ্গে লাশ গুমের অপরাধে প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করার অপরাধে আরো সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক শত্রুতার জের ধরে ২০১৫ সালের ৯ মে আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছির উদ্দিনের ছেলে ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিনকে অপহরণ করে তারই চাচা বিল্লাল হোসেন ও চাচাতো ভাই মাহফুজুল ইসলাম। তুহিন সে সময় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল।

অপহরণের পর ওই দিনই তুহিনের বাবা এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন। ১২ মে বিকেলে নরসিংদী থেকে পুলিশ মাহফুজুল ইসলামকে আটক করলে তাঁর দেওয়া তথ্যমতে নিজ বাড়ির একটি ড্রাম থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ।

এই রায়ের মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুর রহিম। এ ধরনের রায়ের মাধ্যমে শিশু হত্যাকারীরা প্রতিহত হবে বলেও জানান তিনি।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত তুহিনের পরিবার ও স্থানীয়রা। তুহিনের হত্যাকারীদের শাস্তির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তুহিনের বাবা নাছির উদ্দিন। তবে রায় দ্রুত কার্যকর করার জন্য আবেদন জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ