আওয়ার ইসলাম: লন্ডনে মসজিদের কাছে মানুষের ওপর ভ্যান চালিয়ে দেয়ার অভিযোগে আদালতে স্বীকারোক্তি দিয়েছে হামলাকারী ড্যারেন অসবোর্ন।
আদালতে দেয়া জবানবন্দিতে অসবোর্ন বলেছেন, তিনি যত বেশি সংখ্যায় সম্ভব মুসলমানদের হত্যা করতে চেয়েছিলেন। খবর বিবিসি।
গত বছর উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় একটি মসজিদের কাছে মুসল্লিদের ওপর চলন্ত ভ্যান উঠিয়ে দিয়ে হামলা করেন ড্যারেন অসবোর্ন। এতে মাকরাম আলী নামের এক ব্যক্তি নিহত হন এবং আহত হন আরও নয় জন।
আদালতের কাঠগড়ায় দাড়িয়ে অসবোর্ন বলেন, সন্ত্রাসবাদের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন এবং তাই মুসলমানদের লক্ষ্য করে হামলা চালাতে চাইছিলেন। আদালতে তার বিরুদ্ধে খুন এবং খুনের চেষ্টা অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আদালতে বাদী পক্ষ অভিযোগ করেন, গত ১৯ জুন ড্যারেন অসবোর্ন ভ্যান চালিয়ে লুটন থেকে লন্ডনে আসেন এবং রাত বারোটার দিকে ঐ হামলা চালান। তারাবির নামাজের জন্য ঐ সময়ে জায়গাটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল।
পুলিশ তার ভ্যান থেকে একটি চিরকুট উদ্ধার করেছে যেখানে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের গালাগাল করা হয়েছে।
এসএস/