আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ শাহ সালমান এক শাহি ফরমান জারি করে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণমাধ্যমের কোন অভিযোগের তাৎক্ষণিক জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত বাস্তবভিত্তিক ও গঠনমূলক রিপোর্ট আমলে নিতে হবে। মানবিক সেবা ও অবস্থার পরিবর্তনের জন্য তা যাচাই বাছাই করতে হবে।
অসত্য, বানোয়াট ও প্রোপাগাণ্ডামূলক রিপোর্টের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি তলব করা হবে। আর ভুল রিপোর্টের ক্ষেত্রে সরকারিভাবে আসল বাস্তবতা জনসাধারণের সামনে আনা হবে।
ওই ফরামানে আরো বলা হয়, এসব নির্দেশ এ জন্য জারি করা হলো যাতে জনগণের ভুল ধারণা দূর হয়ে যায় যে, সরকারি প্রতিষ্ঠানগুলো জনসাধারণের সেবায় গাফলতি করে থাকে এবং অভিযোগের কোন পরোয়া করা হয় না।
আরো জাননো হয়, প্রোপাগাণ্ডামূলক রিপোর্টগুলো তাৎক্ষণিক জবাব দেয়া হবে। আর বাস্তবিক অভিযোগের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান নিরবতা অবলম্বন করে সমস্য দূরীকরণে আন্তরিকভাবে কাজ করবে।
সূত্র: ডেইলি পাকিস্তান
মৃত্যুর আগে এমপিপুত্রের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস