আওয়ার ইসলাম: সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের 'সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে খুব দ্রুতই সামরিক অভিযান চালানো হবে।
তিনি বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার কুর্দিদের এলাকায় যেকোনো সময় সামরিক অভিযান শুরু করবো আমরা। ইতোমধ্যে সেখানে কুর্দি মিলিশিয়াদের ওপর গোলাবর্ষণ করা শুরু হয়েছে।'
সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি-প্রধান মিলিশিয়া বাহিনী গঠনের খবরের পরিপ্রেক্ষিতে তিনি এই হুমকি দেন।
এদিকে, সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট মিলিশিয়া গঠনের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া ও রাশিয়া। আর এ বিষয়ে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তথ্যসূত্র: বিবিসি।
এসএস/