আওয়ার ইসলাম : উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ওয়াসিম রিজভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে মাদরাসা শিক্ষাব্যবস্থা তুলে দিয়ে সব মাদরাসা ও এ ধরনের সব ইসলামিক শিক্ষাকেন্দ্রকে দেশের চলতি শিক্ষা ব্যবস্থার আওতায় আনার দাবি করার পর এ নিয়ে মিডিয়ার প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, আমি নিজে একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি কি তবে সন্ত্রাসবাদী?
মাদরাসার পাঠ্যক্রম পড়ুয়াদের জঙ্গি করে তোলে— প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে এমনই লিখেছেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নকভি সে প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। যাঁরা এ ধরনের কথা বলেন, তাঁরা ‘উন্মাদ’— মন্তব্য নকভির।
তিনি বলেন, কিছু লোক মাদরাসা নিয়ে অর্থহীন নানা প্রশ্ন করছে। আমিও মিডিয়ার আচরণে অখুশি। কেন ওরা এটা নিয়ে ইস্যু করছে। সরকার বা বিজেপি, কেউই তো প্রশ্ন করছে না মাদরাসা সম্পর্কে।
মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রশংসাই এ দিন করেছেন নকভি। তিনি বলেছেন, ‘‘জাতির অগ্রগতিতে এ দেশের মাদরাসাগুলোর অবদান রয়েছে এবং দেশের স্বাধীনতা সংগ্রামেও মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’’ নিজের উদাহরণ তুলে ধরে নকভি বলেন, ‘‘আমি মাদরাসার পড়াশোনা করেছি। আমি কি সন্ত্রাসবাদী? যে ভাবে মাদরাসা নিয়ে সম্পর্কে বিরূপ মন্তব্য করা হচ্ছে, তাতে আমি সত্যিই আঘাত পেয়েছি।’’ সূত্র : টিডিএন বাংলা