তাওহীদ মাদানী, দেওবন্দ থেকে: বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ অাহমাদ পালনপুরীর দরসদান কালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।
তার অবস্থা আশঙ্কাজন৷ তিনি ভেঙ্গে পড়েছেন এবং স্বাভাবিক চলা-ফেরা ও কথা বার্তা বলতে পারছেন না৷ অক্ষম হয়ে পড়েছেন দরস ও তাদরিস থেকেও৷
গত বৃহস্পতিবার দুপরে বুখারী শরীফের দরসদান কালে হঠাৎ জবান বন্ধ হয়ে যেতে থাকে তার৷ দরস দানে কষ্ট হতে থাকে৷ তৎক্ষণাৎ বিষয়টিকে স্বাভাবিক মনে করে কষ্ট করেও দরস চালিয়ে যান৷
কিন্তু দরসের শেষের দিকে অবস্থা আরো বেগতিক হয়ে ওঠে৷ ফলে আর দরস শেষ করতে পারেননি৷ অতিকষ্টে দরস ছেড়ে চলে যেতে হয় তৎক্ষণাৎ৷
এরপর থেকে আর স্বাভাবিক হয়নি হযরতের অবস্থা৷ ধীরে ধীরে আরো আশঙ্কাজনক হয়ে ওঠছে৷ বেড়েই চলছে সমস্যা৷ স্বাভাবিক কথা-বার্তা ও চলা-ফেরা বন্ধ আছে
দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারী শরীখের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদীস মুফতী সাঈদ অাহমাদ পালনপুরীর অসুস্থতায় ভেঙ্গে পড়েছে দেওবন্দের সকল ছাত্র-উস্তাদ৷
দেওবন্দ মাদরাসায় তার সুস্থতার জন্য একাধিকবার দোয়ার আয়োজন করেন ছাত্র ও শিক্ষকগণ।
তারা বিশ্বের সকল মুসলিমের কাছেও হজরতের জন্য দোয়া প্রার্থনা করেন। আল্লাহ যেন হযরতকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন এবং হজরতের হায়াতকে দীর্ঘায়ু করেন ।
এসএস/