বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় শীর্ষে বারাক ওবামা, দ্বিতীয় হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।

সম্মিলিত পছন্দের তালিকায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তৃতীয়। পুরুষ ক্যাটাগরী হিসেবে তার অবস্থান দ্বিতীয়। এক্ষেত্রে জনপ্রিয় পুরুষের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন পোপ ফ্রন্সিস। গ্যালাপ জরিপের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সম্মিলিত পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা হিলারি ক্লিনটন পন্দের নারী হিসেবে রয়েছেন তালিকার শীর্ষস্থানে। তাকে সমর্থন করেছেন জরিপে অংশ নেয়া ৯ ভাগ মানুষ।  তার পরের অবস্থানে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তার পক্ষে রয়েছেন ৭ ভাগ মানুষ।

শতকারা ৪ ভাগ মানুষের সমর্থন নিয়ে তালিকায়  তৃতীয় অবস্থানে রয়েছেন অপরাহ উইনফ্রে। শতকরা ৩ ভাগ মানুষের সমর্থন পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে। ২ ভাগ সমর্থন নিয়ে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও রানী দ্বিতীয় এলিজাবেথ।

এদিকে মাত্র ১ ভাগ মানুষের সমর্থন পেয়ে পঞ্চমস্থানে রয়েছেন বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। সমান সমর্থন নিয়ে তার সঙ্গেই রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস, জাতিসংঘে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি, ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ও সংগীতশিল্পী বেয়োন্সে নোয়েলস।

জরিপে অংশ নেয়া শতকারা ১৭ ভাগ মানুষ রয়েছেন বারাক ওবামার পক্ষে। ট্রাম্পে পেয়েছেন শতকরা ১৪ ভাগ মানুষের সমর্থন। ২০১৬ সালের জরিপে এই ব্যবধান ছিলো ২২:১৫।

গ্যালাপ রিপোর্টে  বলা হয়ে, যুক্তরাষ্ট্রে এ বছর সবচেয়ে বেশি জনপ্রিয় পুরুষর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা পোপ ফ্রান্সিসকে সমর্থন করেছেন শতকরা ৩ ভাগ মানুষ। এরপরই রয়েছেন আরিজোনার সিনেটর জন ম্যাককেইন। তাকে সমর্থন করেছেন শতকরা ২ ভাগ মানুষ। সুত্র: এএফপি।

পড়ুন....
মুক্তিযুদ্ধে সাংসদ মাওলানা আতাউর রহমান খানের ভুমিকা ও ঐতিহাসিক চিঠি
বৃদ্ধা মায়ের ২৮ গুলিতে ঝাঁঝরা হলো ছেলের বুক

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ