অনলাইন ডেস্ক: আমেরিকার কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর চাপ সৃষ্টি করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
সম্প্রতি এক বৈঠকে তিনি এ চাপ সৃষ্টি করেন বলে ফিলিস্তিনের কর্মকর্তারা অভিযোগ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহর বা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। এ ঘটনায় ক্ষুব্ধ গোটা বিশ্ব।
আর ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমেরিকাকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানবেন না বলে ঘোষণা দেন।
এরপর দিন দুয়েক আগে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
ফিলিস্তিনের কর্মকর্তারা মিডল ইস্ট আই নিউজ পোর্টালকে জানিয়েছেন, বৈঠকে সৌদি যুবরাজ প্রেসিডেন্ট আব্বাসকে তার ভাষায় বলেছেন, আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যার সত্যিকার প্রভাব রয়েছে ইসরায়েলের ওপর; আমেরিকা হচ্ছে একমাত্র দেশ যে শান্তি প্রক্রিয়ার বিষয়ে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া কিংবা চীন কেউ পারবে না।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, মাহমুদ আব্বাসকে বোঝানোর ক্ষেত্রে সৌদি যুবরাজ ‘নরম কূটনৈতিক’ পন্থা অবলম্বন করেন। এ সময় তিনি মার্কিন প্রস্তাব মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট আব্বাসকে চাপ দেন।
তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে জোর দিয়ে বলেছেন, তিনি ‘অর্থবহ’ শান্তি প্রক্রিয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। খবর বাংলাদেশ প্রতিদিন।
এসএস/