বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


চলন্ত ট্রেনে দেওবন্দের ছাত্রের উপর সন্ত্রাসী হামলা : নির্বিকার প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী: দারুল উলুম ওয়াকফ দেওবন্দে কিছু দিন পূর্বে সমাপ্ত হলো অর্ধ বার্ষিকী পরীক্ষা৷ পরীক্ষার পর মাদরাসা ছুটি ছিলো প্রায় দুই সপ্তাহ৷ ছুটি শেষে বাড়ি থেকে মাদরাসায় ফেরার পথে পথিমধ্যে সন্ত্রাসী হামলার শিকার হয় এক শিক্ষার্থী৷

জানা যায় ছাত্রটির নাম মুহাম্মাদ নজীবুল্লাহ৷ সে বেগমপুর এক্সপ্রেস নামক ট্রেনে করে ফিরছিল মাদরাসায়৷ পথিমধ্যে একদল সন্ত্রাসী তার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়৷ এরপর নজীবুল্লাহ তাদেরকে বাধা দিলে তারা আক্রমণ করে বসে৷

ছাত্রের বাসা ভারতে ঝারখন্ড প্রদেশে৷ ট্রেন ঝারখন্ড থেকে রওয়ানা হয়ে সুলতানপুর স্টেশনে পৌঁছলে ট্রেনে ঢুকে পরে সন্ত্রাসীদের দল৷ তখন রাত হওয়ায় সকলেই ছিল ঘুমে বিভোর৷ সন্ত্রাসীরা সংখ্যায় ছিল চারজন৷ তারা যখন উক্ত ছাত্রের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার উপক্রম হয় অমনি জেগে উঠে ছাত্র নজীবুল্লাহ৷

যখন তারা নজীবুল্লাহ কতৃক বাধাগ্রস্ত হয় তখন তারা অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে দেয় নজীবুল্লাহকে৷ সে প্রতিবাদ করলে তারা তাকে বেধড়ক মারপিট শুরু করে৷ এক পর্যায়ে নজিবুল্লাহ জ্ঞান হারায়৷

নজীবুল্লাহ ছোট কাল থেকেই কওমী মাদরাসার ছাত্র৷ পড়া-লেখার হাতে খড়ি তার নিজ এলাকাতেই৷ ধারাবাহিক পড়া-শুনা চলতে তাকে সেখানেই৷ এরপর উচ্চ শিক্ষার জন্য নজীবুল্লাহ গত বৎসর দারুল উলুম ওয়াকফে এসে ভর্তি হয় মেশকাত জামাতে৷ এ বৎসর সে দাওরা পড়ছিল ওয়াকফ দেওবন্দে৷

হামলার শিকার হলে ছাত্র নজীবুল্লাহ উক্ত ঘটনার বিবরণ ফোনের মাধ্যমে ওয়াকফ দেওবন্দের সিনিয়র উস্তাদ মাওলানা রেজওয়ান মারুফীকে অবগত করে৷ তিনি তৎক্ষনাৎ সুলতানপুর জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মাওলানা ছিদ্দিকুল্লাহকে খবর দিলে তিনি ঘটনস্তলে পৌঁছে তাকে উদ্ধার করেন৷

উল্লেখ্য, হিন্দুস্তানে কেন্দ্রিয় সরকারের আসনে বিজেপির ক্ষমতায়নের পর থেকেই শুরু হয় এই ট্রেন হামলার ঘটনা৷ দেওবন্দ, ওয়াকফ দেওবন্দ এবং অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠানের ছাত্ররা শিকার হয়ে আসছে একের পর সন্ত্রাসী হামলার৷

এই ঘটনাও সেই একই সূত্রের বৈ কিছু নয়৷ বহুবারই ঘটেছে এই ধরণের ট্রেন হামলার ঘটনা৷ কিন্তু আজ অবধি প্রশাসন কতৃক খতিয়ে দেখা হয়নি কোনো একটি ঘটনাকেও৷ এভাবে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে৷

মিল্লাত টাইমস

এইচজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ