বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


নামাজ পড়লে ১০ নম্বর কাটা; জাহেলি যুগে ফিরছে চিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে যখন ব্যক্তিস্বাধীনতার চর্চা চলছে তখন চিন বরাবরই জাহেলি যুগের দিকে হাঁটা দিয়েছে। সেখানে মুসলিমদের নামাজ পড়া, দাড়ি রাখা, রোজা রাখা এমনকি কুরআন পড়লেও গ্রেফতার করা হয় মানুষকে।

এবার নতুন করে শোনা গেল ভিন্নরকম বিকৃত মানসিকতার আইন। চিনের শিনজিয়ান প্রদেশের রাজধানী উরুমকিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার উপর ১০০ পয়েন্ট ধার্য করেছে প্রশাসন। উইঘুর সম্প্রদায় হলে আগেই ১০ নম্বর কাটা যাবে বলে জানানো হয়েছে।

১৫ থেকে ৫৫ বছর বয়সী উইঘুররা নামাজ পড়লে কিংবা ধর্মীয় শিক্ষা নিলে আরও ১০ নম্বর কাটা যাবে।

চীনের শিনজিয়ান প্রদেশে প্রায় এক কোটি উইঘুরদের বাস। রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়ে অনেকেই সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন দেশে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় অনেকে আবার চিরতরে সম্পর্ক ছিন্ন করছেন।

ইসলামপূর্ব আরবে দেখা যেত এ ধরনের সাম্প্রদায়িক বিভেদ। সেখান থেকে মানবতার নবী হজরত মুহাম্মদ সা. মানুষকে ফিরিয়ে এনেছেন। মানুষকে শিখিয়েছেন সমতার বিধান। যা আজও মানুষ চর্চা করে। কিন্তু কিছু কিছু দেশ ও রাষ্ট্র আবারও ছুটছে সেই জাহেলি সাম্প্রদায়িক যুগে। যেখানে ব্যক্তিস্বাধীনতার কোনো চর্চা ছিল না।

বাড়িতে কুরআন রাখলেই শাস্তির নির্দেশ চিনের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ