আওয়ার ইসলাম: উত্তর কোরিয়া বলেছে, ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে শান্তি নষ্ট করছেন। তিনি ধ্বংসকারী হিসেবে নিজেকে তুরে ধরছেন।
শনিবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র এ কথা বলে।
এদিন উত্তর কোরিয়ার সংবাদ সংস্থায় প্রকাশিত খবরে বিদেশমন্ত্রকের এক মুখপাত্রের বক্তব্য, ‘এই এশিয়া সফরের নামে বিভিন্ন দেশের কাছে ভিক্ষা চাইছেন সহযোগিতার। যাতে উত্তর কোরিয়ার ওপর পারমানবিক যুদ্ধ নামিয়ে আনতে পারেন ট্রাম্প।’
মুখপাত্র বলেন, এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপদ্বীপে একটি যুদ্ধ চাচ্ছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এশিয়া সফরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করছেন, তিনি শান্তির পক্ষে নন, ধ্বংসের পক্ষে।