বিনা মূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলাবাজারে জব্দ
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৫, ০১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রির সময় দুই ট্রাক বই জব্দ করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে মজুদকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরে ডিএমপি থেকে বিস্তারিত জানানো হবে। ডিএমপি সূত্র জানিয়েছে, বিনা মূল্যের বই জব্দ নিয়ে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে ডিএমপি। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। গত ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে সরকার। তবে এ বছর শুরুতেই সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে। আরএইচ/ |