আওয়ার ইসলাম : আবারও বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো একই পরিবারের ৪ রোহিঙ্গা মুসলিমের। আহত হয়েছে আরও দুই জন।
উখিয়ার পালংখালীর বালূখালী রোহিঙ্গা ক্যাম্পে শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুহাম্মদ ছিদ্দিকের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), তার মেয়ে রুবিনা আকতার (১১), সাবেকুন নাহার সাবুকা (৯) ও ছেলে মুহাম্মদ হামিম (৫)।
আহতরা হলেন, মুহাম্মদ ছিদ্দিক (৪৫) ও তার দুই বছর বয়সী ছেলে স্বপন। এ পরিবারটি সম্প্রতি আরাকান থেকে অন্যদের সাথে বাংলাদেশে এসেছে।
আহত বাবা-ছেলে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
উখিয়া থানার পরিদর্শক মিজান বলেন, নিহতদের আশপাশের বসবাসকারী রোহিঙ্গারা জানায়, রাত পৌনে ১টার দিকে হাতিরপাল আক্রমণ করে। এসময় ছিদ্দিকরা ঘুমচ্ছিলেন।
হাতির পাল বাড়িটি শুঁড় দিয়ে ভাঙ্গা শুরু করলে তাদের ঘুম ভাঙে। এসময় আতঙ্কিত হয়ে চিৎকার ও প্রতিহত করতে চাইলে হাতির পাল আক্রমণ করে তাদের পায়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চারজন মারা যান। অন্যরা বাসা থেকে বেরিয়ে অন্যত্র পালায়।