সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৪, ১২:২০ দুপুর
নিউজ ডেস্ক

|| মুহাম্মাদ ইয়ামিন ||

ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিউস সানী শিপুর উপর হামলা ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদে এ মানববন্ধনের ডাক দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন যায়গায় আন্দোলনকারীদের গ্রেফতার ও নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান করছি। জুলাই থেকে নিয়ে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা আহত হয়েছে কিংবা শহীদ হয়েছে তাদের প্রতি বর্তমান সরকারের এখন পর্যন্ত দৃশ্যমান ও ব্যাপক কোন ফলাফল দেখিনি।

তিনি বলেন, আমাদের এক আন্দোলনকারী রবিউস সানী শিপুকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, এটা অতন্ত দুঃখ জনক ও চরম ধৃষ্টতা। বর্তমান সরকারকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের খুজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাফর ইমাম, নাসিম আল তারিক, তৌহিদ মোহাম্মাদ সিয়াম, নকিব আল মাহমুদ অর্ণব, মেহরাব সিফাত, মুহাম্মাদ ইয়ামিন, হামলায় আহত রবিউস সানী শিপুর মা নাদিয়া আফরোজ শিউলী প্রমূখ।

এনএ/