আওয়ার ইসলাম: ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই রোহিঙ্গা ক্যাম্প ঘুরতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাদের মানবেতর জীবন যাপন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এ ক্রিকেটার।
ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে ভিডিও বার্তাটি আপ করা হয়েছে। এতে সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’
তিনি বলেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’
২০১৩ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাকিব।
https://www.facebook.com/unicef.bd/videos/1703293803045140/