শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডে অফিসার নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ জনবল নিয়োগ দিচ্ছে। নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে কর্মঠ ও বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসারসিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসার (গবেষণা)

►স্নাতকোত্তরসহ ইসলামী ব্যাংকিং/ফাইন্যান্স/ অর্থনীতি বিষয়ে পিএইচডি/উচ্চতর বিদেশী ডিগ্রি।
► আরবি ও ইংরেজি ভাষা অনুবাদে পারদর্শী হতে হবে।
► কম্পিউটার চালনা এবং ইংরেজি, বাংলা ও আরবি টাইপিং জানা থাকতে হবে।
► ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক গবেষণা এবং আরবি ও ইংরেজি ভাষা ছাড়াও অন্যান্য বিদেশী ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► কামিল/দাওরা/আরব বিশ্বের ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতা
সিনিয়র অফিসার : শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ৩৫,০০০/- এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ২১,০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ৪০,৪৯৮/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রিন্সিপাল অফিসার : শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ৪০,০০০/- এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ২৭,০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ৫১,৯৩৪/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

প্রবেশনারি অফিসার (গবেষণা)

►  কামিল/স্নাতকোত্তর/দাওরা বা সমমান।
► আরবি ও ইংরেজি ভাষা অনুবাদে পারদর্শী হতে হবে।
► কম্পিউটার চালনা এবং ইংরেজি, বাংলা ও আরবি টাইপিং জানা থাকতে হবে।
► ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক গবেষণা এবং আরবি ও ইংরেজি ভাষা ছাড়াও অন্যান্য বিদেশী ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► এমফিল/পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ২৮,০০০/- টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ১৬০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ৩১,৫৫৮/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস)

► স্নাতকোত্তর/সমমান।
► আইটি বেইজ্ড হিসাব সংরক্ষণে পারদর্শী হতে হবে।
► সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতা

শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ২৩,০০০/- টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ১৫০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ২৯,৭৫০/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

জুনিয়র অফিসার(কম্পিউটার/আইটি)

► কামিল/স্নাতকোত্তর/দাওরা বা সমমান।
►  বাংলা, আরবি ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শী হতে হবে।
► হার্ডওয়্যার, সফটওয়্যার ও ওয়েবসাইট ডিজাইনের  প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
► সংশ্লিষ্ট পেশা ও গ্রাফিক্স ডিজাইনে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
► আরবি ও ইংরেজি ভাষায় পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে মাসিক নির্ধারিত ২৩,০০০/- টাকা এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর ১৫০০০/- টাকা মূলবেতনে অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্যে মাসিক ২৯,৭৫০/- টাকা ও প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

১ জুলাই, ২০১৭ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ২০ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

প্রযোজ্য সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি এবং পূর্ণ জীবন-বৃত্তান্ত ও গবেষণাকর্মের কপিসহ সেক্রেটারি জেনারেল বরাবর বাংলায় স্বহস্তে লিখিত দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডে ডাক/কুরিয়ার যোগে পৌঁছাতে হবে।

দরখাস্তের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর অনুকূলে ৫০০/-(পাঁচশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ডিডি জমা দিতে হবে।

অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

যোগাযোগ
সেক্রেটারি জেনারেল ও সদস্যসচিব, নিয়োগ কমিটিসেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশবাড়ি- ১৪৫ (ফ্ল্যাট-৭০৪), রোড- ৩, ব্লক- এ, নিকেতন, গুলশান- ১, ঢাকা- ১২১২।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ