ওয়ালি খান রাজু: আল আকসা মসজিদকে দখলদারদের কবল থেকে মুক্ত করতে প্রতিরোধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন এক সৌদি প্রিন্স। ওই প্রিন্সের নাম আবদুলআজিজ বিন ফাহাদ। তার বাবা ছিলেন সৌদি আরবের সাবেক রাজা ফাহাদ বিন আবদুল আজিজ।
টুইটারে দেওয়া সিরিজ পোস্টে বিশ্ব মুসলিম ও আরবদের আল আকসার জন্য এই লড়াইয়ের আহ্বান জানান সৌদি রাজপরিবারের সদস্য আবদুলআজিজ বিন ফাহাদ।
এক টুইটে তিনি লিখেছেন, ‘সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মুসলিম ফিলিস্তিনে এবং পবিত্র আল আকসা মসজিদে আমাদের ভাইদের সমর্থন করতে বাধ্য। হে মুহাম্মাদের জাতি, তাদের দেখিয়ে দাও তোমরা কারা। আল আকসাকে অবহেলা করাটা হবে অসম্মানজনক। সৃষ্টিকর্তা আমাদের কাছে এর জবাব চাইবেন।’
টুইটে এ সৌদি প্রিন্স লিখেছেন, হে মুহাম্মাদের জাতি, আমাদের তৃতীয় কিবলা দখলদারদের হাতে বন্দি। আমাদের মধ্যে কী কোনও প্রজ্ঞাবান ব্যক্তি নেই? আসুন লড়াই করি। আমাদের বিজয়ী হয়ে এই পবিত্র ঘরের সংরক্ষণ করতে হবে। আর সে লড়াইয়ে ব্যর্থ হলেও আমাদের রব আমাদের ক্ষমা করবেন।
নিজের পিতা সৌদি আরবের সাবেক রাজা ফাহাদ বিন আবদুলআজিজ-এর ভাষণের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন আবদুল আজিজ বিন ফাহাদ। হোয়াইট হাউস সফরকালে দেওয়া ওই ভাষণে ফিলিস্তিন ইস্যুর সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন সৌদি রাজা।
জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নামাজ পালনে ইসরায়েলি বিধিনিষেধ এবং মুসল্লিদের ওপর ইহুদিবাদী তাণ্ডবের ঘটনায় এরইমধ্যে নিন্দা জানিয়েছে তুরস্ক ও ইন্দোনেশিয়া। দুনিয়াজুড়ে সোশ্যাল মিডিয়ায় মুসলিমরা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সংহতির জানান দিচ্ছেন। তবে এ ইস্যুতে এখনও পর্যন্ত দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণকারী দাবিদার সৌদি রাজপরিবারের পক্ষ থেকে কোনও জোরালো বক্তব্য পাওয়া যায়নি।