আওয়ার ইসলাম : আফগানিস্তানের তালেবান গোষ্ঠি মধ্য ও উত্তর আফগানিস্তানের দুটি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফারয়াব অঞ্চলের পুলিশ মুখপাত্র আবদুর করিম ইউরিশ বলেছেন, ‘২৩ জুলাই আফগানিস্তানের কেন্দ্র শাসিত কোহেস্তান জেলা নিয়ন্ত্রন নিয়েছে তালেবান গোষ্ঠি।
অন্যদিকে ঘোর অঞ্চলের পুলিশ প্রধান মোহাম্মদ মোস্তফা মোহসিনি বলেছেন, ‘২২ জুলাই সরকার তালেবানের সঙ্গে এক সংঘাতে তাওয়ারা জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে।
তালেবান উভয় জেলার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের দাবি জানিয়েছে।
ইউরিশ বলেছেন, ‘ফারয়াব জেলা দখলের সময় তালেবানো সঙ্গে সংঘাতে দুইজন পুলিশ অফিসার নিহত হয়েছে।’
একই সঙ্গে ঘোর অঞ্চলে তালেবানের সঙ্গে সংঘাতে আট পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে মোস্তফা মোহসিনি।
তালেবানে সঙ্গে আফগান সরকারের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে সরকার নতুন করে দুটি জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে।
সূত্র : রেডিও লিবার্টি