বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

মসজিদে আকসাকে মুক্ত করার দাবীতে বায়তুল মোকাররমে বিক্ষোভ রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মসজিদুল আকসার প্রবেশপথে নিরাপত্তা চৌকি ও তল্লাশি গেট বসিয়ে মসজিদে আকসাকে ঘিরে রাখা এবং মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়া এবং নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসরাইলি দখলদারদের হাত থেকে মসজিদে আকসাকে মুক্ত করার দাবীতে আগামীকাল [২৩ জুলাই] বাদ আসর বায়তুল মোকররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে ইসলামী ঐক্যজোট।

শনিবার  ইসলামী ঐক্যজোটের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, মসজিদুল আকসার প্রবেশপথে নিরাপত্তা চৌকি ও তল্লাশি গেট বসিয়ে মসজিদে আকসাকে যেভাবে ঘিরে রেখেছে এবং মুসলমানদেরকে জুমার নামাজ আদায়ে বাধা দেয়া, নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলা বিশ্ব মুসলিম নীরব থাকতে পারে না।

বক্তারা বলেন, ফিলিস্তিন ও ফিলিস্তিনের নাগরিকদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল যে আচরণ করেছে, তা কেবল সব আইনের লঙ্ঘন-ই নয়, বরং যাবতীয় নীতি নৈতিকতা ও আদর্শের প্রতি অশ্রদ্ধা। কিন্তু এই অত্যাচার, নিপীড়ন আমাদের জন্য ক্ষতির বদলে লাভ বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা সারা দুনিয়ার মুসলমানদের আল্লাহর উপর ভরসা করে ময়দানে ঝাপিয়ে পড়ে সোচ্চার প্রতিবাদ করার আহবান জানাচ্ছি।

অবরোধ বিষয়ে প্রথম ভাষণে যা বললেন কাতারের আমির

সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিমুদ্দীন, মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মোঃ তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মুফতী সাখাওয়াত হোসাইন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রিয়াজতুল্লাহ প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ