উবায়দুল্লাহ সাআদ: উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী। শনিবার সকাল ১০ টার এক ফ্লাইটে তিনি দিল্লির পথে রওনা দেন।
গত বৃহস্পতিবারেই দিল্লি যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় বাতিল হয়ে যায়। এ দুদিন আল্লামা আহমদ শফী রাজধানী উত্তরার জামিয়া বাবুস সালামে অবস্থান করেন।
জানা যায়, ভারতের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে আল্লামা আহমদ শফীকে।
আল্লামা আহমদ শফীর সঙ্গে সফরে আরও রয়েছেন, হযরতের ছেলে মাওলানা আনাস মাদানী, ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম, মাওলানা মাসউদ ও মাওলানা আবদুর রহমান।
এছাড়াও মাওলানা হাসান আনহারের ভারত যাওয়ার কথা থাকলে ভিসা জটিলতায় যাওয়া হচ্ছে না। তবে রবিবার যেতে পারেন বলে জানিয়েছেন আওয়ার ইসলামকে।
আল্লামা আহমদ শফির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মাওলানা হাসান আনহার।
সংসদে কওমি স্বীকৃতির আইন পাশের উদ্যোগ নেই: শঙ্কায় শিক্ষার্থীরা