আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একজনকে তার শীর্ষ যোগাযোগ কর্মকর্তা নিয়োগ নিয়ে বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন।
সম্প্রতি হোয়াইট হাউসের যোগাযোগ ও প্রচার টিমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একজন পরিচালক নিয়োগ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন স্পাইসার। আর সে কারণেই তিন ওই পদ ছেড়ে দেন। গত কয়েক সপ্তাহ ধরে স্পাইসার ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত ছিলেন।
এক কর্মকতার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প তার দীর্ঘদিনের সমর্থক, ওয়াল স্ট্রিটের অর্থ যোগানদাতা এন্থনি স্কারামেচিকে নতুন যোগাযোগ পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ায় নাখোশ হয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্পাইসার।
যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের অভিযোগ নিয়ে হোয়াইট হাউজ তদন্তের মুখে থাকার সময় প্রেসিডেন্টের যোগাযোগ শিবিরে এ রদবদল ঘটল।
-এজেড