আওয়ার ইসলাম: কাতারের ওপর থেকে ১৩ শর্ত বাতিল করে নতুন ৬ শর্ত দিয়েছে সৌদি জোট। এতে দেশটির গণমাধ্যম আল-জাজিরা বন্ধের নির্দেশ নেই। খবর আরব নিউজ
পত্রিকাটির এক রিপোর্টে জানা যায়, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধই সৌদি জোটের মূল উদ্দেশ্য। এতে আল-জাজিরা বন্ধ করাটা জরুরি নাও হতে পারে।
এর আগে গত মাসে কাতারকে সৌদি জোটের বেঁধে দেওয়া ১৩ শর্তের মধ্যে আল-জাজিরা বন্ধ করে দেওয়ারও দাবি করা হয়েছিল।
মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাতারকে দেওয়া ১৩ শর্ত থেকে সরে আসার কথা জানায় সৌদি জোট। এর পরিবর্তে কাতারকে নতুন করে ৬ টি শর্ত মানার আহ্বান জানিয়েছে দেশগুলো। অবশ্য, এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সৌদি জোটের দেয়া নতুন ৬ শর্ত হলো-
০১. সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলার অঙ্গীকার করা, সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অর্থায়ন না করা ও তাদের জন্য নিরাপদ আশ্রয় না হওয়া।
০২. বিদ্বেষ ও সহিংসতায় উসকানি দেয় এমন সব বক্তব্য ও প্ররোচনা থেকে বিরত থাকা।
০৩. ২০১৩ সালের রিয়াদ সমঝোতা চুক্তি ও সম্পূরক চুক্তি এবং জিসিসির রূপরেখার মধ্যে থেকে চুক্তি বাস্তবায়নের পূর্ণ সম্মতি।
০৪. ২০১৭ সালের মে মাসে রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকান সামিটের ফলাফলের প্রতি আনুগত্য বজায় রাখা
০৫. রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অবৈধ সংগঠনের প্রতি সমর্থন প্রদান থেকে বিরত থাকা।
০৬. সব ধরনের উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকা।
জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০ মুসলিম ব্যক্তিত্ব; জরিপ
আরআর