রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং এক মামলায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন সংক্রান্ত পৃথক আবেদন শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলাকালে ২০১৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী থানায় বরকতউল্লা বুলু ও পল্টন থানায় ফারুকের বিরুদ্ধে মামলা হয়। ওইসব মামলায় জামিন নেয়ার জন্য হাইকার্টে আবেদন করেন তারা। আজ ওই আবেদন শুনানি করে আদালত এ আদেশ দেন। সোমবার পর্যন্ত বরকতউল্লা বুলু দুটিসহ এ পর্যন্ত মোট ১৯ মামলায় জামিন পেলেন।