বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

বন্যা প্রতিরোধে তিস্তায় হবে স্থায়ী বাঁধ: ত্রাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা প্রতিরোধে তিস্তায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর সিন্দুর্না বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ খুবই সাহসী। কারণ পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে চাষাবাদে ঝুঁকে পড়ছেন তারা। যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। সেই সঙ্গে জেলায় যাতে বন্যা না হয় সেজন্য তিস্তা নদী খনন করে চিরস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, তিস্তা নদী থেকে বাঁচতে হলে তিস্তায় বাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ নির্মাণ হলে এলাকার মানুষকে আর রিলিফ চাওয়া লাগবে না। বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানান।

দুর্যোগে মানুষের পাশে থাকতেন মুহিউদ্দীন খান

ত্রাণবিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, জেলা পুলিশ সুপার রশিদুল হক, সংরক্ষিত মহিলা সংসদ সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলার চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল হক প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ