আওয়ার ইসলাম: নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে আরো এক সপ্তাহ সময় পেল সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে এক সপ্তাহ সময় বৃদ্ধি করে আদেশ প্রদান করে।
আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আপিল বিভাগের রায় হওয়ার পর এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকার এক সপ্তাহ, দুই সপ্তাহ করে সময় নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় আপিল বিভাগ ক্ষোভও প্রকাশ করেছেন। সর্ব শেষ গত ২ জুলাই সরকারকে দুই সপ্তাহের সময় দেন আদালত।
আবারো সময় চেয়ে আবেদন করলে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশে করে বলেন, ‘এটাই শেষ ‘সব সময় মনে রাখবেন সরকার এবং প্রধান বিচারপতির মধ্যে ব্রিজ (সেতুবন্ধ) হলেন অ্যাটর্নি জেনারেল।' পরে আদালত এক সপ্তাহ সময় দিয়ে আদেশ দেন।