বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশনের ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চিকুনগুনিয়া প্রতিরোধ ও মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে রাজধানীতে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীরা জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এ জনসচেতনতা কার্যক্রম চালানো হয়। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীরা একটি স্বাস্থ্য বার্তা লিফলেট বিতরণ করেন।

চিকুনগুনিয়া জ্বরের বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এবং এ রোগ নিয়ে জনসচেতনতা তৈরি করতে তারা দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রচারণা চালান।

বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক এইচ এম এনামুল হক এর পরিচালনায় প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি মা্ওলানা ইমতিয়াজ আলম বলেন, আমরা চিকুনগুনিয়া প্রতিরোধে এ প্রোগ্রামে অংশগ্রহন করেছি। বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীরা বিভিন্ন রাস্তায় প্রতিটি বাড়িতে যাচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। বাসা বাড়িতে এডিস মশা ডিম পারতে পারে এমন কোনো জায়গা থাকলে কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি তা ধ্বংস করার।

সংগঠনের চেয়ারম্যান শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী বলেন, জনসেচেতনতা বৃদ্ধির জন্য আমরা সরাসরি মানুষদের সঙ্গে কথা বলছি, তাদের লিফলেট দিচ্ছি, এলাকায় কোন ডোবা নালায় জমে থাকা পানি থাকলে সেগুলো নষ্ট করছি, সিটি কর্পোরেশন এডিস মশা নিধনে ওষুধ দিচ্ছে। আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকলে রোগটি ছড়াবে না।

দক্ষিণ ঢাকায় দুই তিন সপ্তাহে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা যাবে: সাঈদ খোকন

মানবাধিকার কর্মী মা্ওলানা ফখরুল ইসলাম এই জনসচেতনতামূলক কার্যক্রমে বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন এর কর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেন।

আরো উপস্থিত ছিলেন সার্ক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ উমর ফারুক, কাজী যোবায়ের, সাংবাদিক তানজিল আমির, আল ইহসান ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মা্ওলানা আব্দুল হাকিম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এই সামাজিক কর্মসূচীতে অংশ গ্রহন করে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ