বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইস্তাম্বুলে শেষ হলো এরদোগান বিরোধী লং মার্চ।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে ‘জাস্টিস’ বা ‘ন্যায়বিচার’ নামে ৪৮০ কিলোমিটার-ব্যাপী লং মার্চটি রবিবার দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলে গিয়ে শেষ হয়েছে।

এদিন হাজার হাজার মানুষ এরদোগানের বিরুদ্ধে সমাবেশে মিলিত হয়। গত চার বছরের মধ্যে এটি তুরস্কে সরকারবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ-সমাবেশ।

এরদোগান সরকার-বিরোধীরা গত ১৫ জুন আঙ্কারা থেকে লং-মার্চ শুরু করে এবং ওইদিন তা ইস্তাম্বুলে গিয়ে শেষ হয়। সরকার বিরোধী রাজনৈতিক দল পিপলস রিপাবলিকান পার্টির নেতা কেমাল কিলিচদারুগলোর আহ্বানে ওই লং-মার্চ হয়। লং মার্চ শেষে তিনি গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের সময় হাজার হাজার লোককে গ্রেফতার ও কারাগারে প্রেরণের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, সরকার ওই ব্যর্থ অভ্যুত্থানের দোহাই দিয়ে বারবার মানুষের ওপর নির্যাতন ও ধরপাকড় চালাচ্ছে। তারা প্রকারান্তরে এ থেকে এক অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। তিনি আরো বলেন, এর মাধ্যমে সরকারের একনায়কত্বের চিত্রই ফুটে উঠেছে।

এদিকে প্রেসিডেন্ট এরদোগান এ ধরনের সমাবেশকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছেন। উল্লেখ্য ২০১৬ সালের ১৫ জুলাই’র ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্কে এক লাখ ৩০ হাজার সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত এবং হাজার হাজার মানুষকে বন্দি করা হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ