বিএনপি সূত্রমতে, চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠ প্রস্তুত করতে এখন থেকে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন হবে। বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ, মিছিল করা হবে সারাদেশে। এ ছাড়া আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে দল গঠন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় বিএনপি। আগামী সেপ্টেম্বরের মধ্যে দল পুনর্গঠন প্রক্রিয়া শেষ করে ডিসেম্বর মধ্যে আন্দোলনের জন্য দলকে পুরোপুরি প্রস্তুত করতে চায় তারা। এর মধ্যে চলতি মাসেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যাবেন। সেখান থেকে ফিরে নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি ফর্মুলা দেশবাসীর সামনে তুলে ধরবেন। এরপর বিভাগীয় শহরগুলোতে জনসভা করতে পারেন তিনি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপেও যোগ দিবে বিএনপি। সংলাপে নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রয়োজনীতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবে তারা। মূলত দলের প্রতিটি কর্মসূচিতে সহায়ক সরকারের পক্ষে জনমত নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করবে বিএনপি।