বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মানহানি মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলায় মির্জা ফখরুলের ব্যাপারে এ অভিযোগ গঠন করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর হাকিম নুর নবী তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন।

মির্জা ফখরুল এ সময় আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তার দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত, সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’ বলে মন্তব্য করেন। ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে সামাজিক ও আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে গত ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানীর আদালতে এ মামলাটি দায়ের করেন আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী।

এ নিয়ে দুই মামলায় ফখরুলের বিরুদ্ধে দুই মামলায় বিচার শুরু হলো। এর আগে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানার নাশকতার আরও একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ। মামলাটি বর্তমানে সাক্ষীর পর্যায়ে রয়েছে।

পৃথিবীতে কোনো সরকারই চিরস্থায়ী নয় : মির্জা ফখরুল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ