গুলশান হামলায় অস্ত্রের জোগানদাতা নব্য জেএমবির শীর্ষ নেতা সোহেল মাহফুজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম এইচ এ এম তোয়াহা এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আদালতে বলা হয়, আসামি সোহেল মাহফুজ নব্য জেএমবির সুরা সদস্য। তিনি হোলি আর্টিজানে হামলায় অস্ত্রের জোগানদাতা।
আদালতে পুলিশের আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আব্দুল্লাহ আবু। সোহেল মাহফুজের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। তিনিও আদালতে কোনো বক্তব্য দেননি। শুনানি শেষে আদালত আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আলোচনায় সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস