আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রে বেসামরিক মানুষের অস্ত্র ব্যবহারে লাগাম টেনে ধরতে চাইছে সরকার। কিন্তু কিছুতেই যেনো তা হচ্ছে না। বিগত ওবামা সরকার অস্ত্র ব্যবহারে লাগাম টানার উদ্যোগ নেয়ার পর পিছু হটতে বাধ্য হয়।
এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি কাটানোর সময় শিকাগোতে অন্তত ১০১ জন গুলিবিদ্ধ হয়েছেন।
৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে চার দিনব্যাপী ছুটির মধ্যে এ ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় সবচেয়ে কমবয়সী গুলিবিদ্ধ ১৩ বছর বয়সী এক কিশোর এবং সবচেয়ে বেশি বয়সী ৬০ বছরের এক প্রবীণ।
অর্ধেকের বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে পরদিন বুধবার ভোররাত সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ ও পশ্চিম শিকাগোতেই।
কাতার-সৌদি বিরোধ আমেরিকা-ইসরাইলের নীলনকশা
শিকাগো পুলিশেরে সুপারইনটেনডেন্ট এডি জনসন সংবাদ সম্মেলনে বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র : বিবিসি
-এআরকে