আওয়ার ইসলাম : যু্ক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক ও রাজনৈতিক শান্তিচুক্তির পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ারির কথা জানিয়েছেন হামাসের নতুন নির্বাচিত রাজনৈতিক প্রধান ইসমাঈল হানিয়া।
দায়িত্ব গ্রহণের পর বুধবার সংবাদ সম্মেলনে এ সতর্কতার কথা বলেছেন তিনি।
ইসমাইল হানিয়া বলেন, মার্কিন প্রশাসন যে ঐতিহাসিক আঞ্চলিক শান্তিচুক্তির প্রত্যাশা করছে তা ফিলিস্তিনিদের লক্ষ্য ধূলিস্যাৎ করে দেবে। ফিলিস্তিনিদের স্বার্থ ও অধিকারের নিরাপত্তা নিশ্চিত করে না এমন কোনও প্রস্তাব আমরা কখনও গ্রহণ করবো না।
ফিলিস্তিনের ইবরাহিমি মসজিদকে ‘বিশ্ব ঐতিহ্যে’র অংশ করতে শুক্রবার ভোট
হানিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলের চাপে শান্তিচুক্তির পক্ষে পদক্ষেপ দ্রুততর হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করে না এবং জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা দেয় না এমন কোনও সমাধান বা সমঝোতা ব্যর্থ হতে বাধ্য।
সংবাদ সম্মেলনে হামাসের রাজনৈতিক নেতা জানান, হামাস প্রতিনিধি দলের কায়রো সফরের ফলে মিসরের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে।
সূত্র: মিডল ইস্ট মনিটর