সাকিব, বসিরহাট, ভারত: ভারতের বসিরহাটে জনগণের বিক্ষোভের মুখে সৌভিক সরকার নামক এক যুবককে কাবা শরীফের উপরে নোংরা ছবি বসিয়ে পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছে।
সৌভিক সরকার কাবা শরীফের উপরে অশ্লীল ফটো যুক্ত তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে।
গত সোমবার ৩ জুন বসিরহাট হাট জেলার রুদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভারতের বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ জনতার আন্দোলনের তীব্রতায় গতকাল (৪জুন) রাত তিনটা নাগাদ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বসিরহাট আদালতে পাঠালে এক সপ্তাহ জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।
ওদিকে ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে গেলে, গতকাল ভোরে বসিরহাট জেলার সর্বত্র রাস্তা অবরোধ ও জনতার চাপের মুখে পরে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
এছারাও সকাল ছয়টার দিকে হাসনাবাদ থেকে কলকতাগামী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের সথে কথা বলতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হয় নি।
সর্বশেষ জানা যায়,বিকাল চারটার দিকে অবরোধ উঠিয়ে নেয়া হয়।
আল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সাধারন সম্পাদক,আব্দুল মাতিন জানান,"আমরা আইনের প্রতি শ্রদ্ধারেখে আপাতত আন্দোলন স্থগিত রেখেছি।আসামীকে সর্বচ্চ শাস্তিদানে বিলম্ব করলে, সমাবেশ ও তীব্র আন্দোলনে নামব।"
স্বাভাবিক ভাবে ভারতের মুসলমানদের তেমন আন্দোলনে দেখা যায় না।কিন্তু এই ইস্যুতে আমজনতার ঐক্যবদ্ধ আন্দোলনকে ছোট করে দেখছেন না সুশীল সমাজ।
অনেকের মন্তব্য, এটা এক দিনের ক্ষোভ নয়।একের পর এক গোরাক্ষার নামে মুসলিম হত্যা,সামাজিক ও রাজনৈতিক ভাবে কোনঠাসা কারা, এসবকিছুর একটা বিরূপ পতিক্রিয়া সৃষ্টি করেছে জনমনে।এভাবে চলতে থাকলে পরিস্থিতি চরমরূপ ধারন করতে পারে।তাই সময় থাকতে প্রশাসনকে সজাগ হতে হবে।
এসএস/