বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিশরে কুরআন শিক্ষা দিয়ে অর্থ নেয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরের ওয়াকফ মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া কায়রোর মসজিদসমুহে কুরআন প্রশিক্ষণের খবর দিয়ে বলেছেন, ওয়াকফ মন্ত্রণালয় কুরআন প্রশিক্ষণের বিনিময়ে কোন শিক্ষার্থীর কাছে অর্থ গ্রহণের অধিকার কাউকে দেবে না।

মোখতার জুময়া বলেন, কায়রোর মসজিদসমূহে বিনামূল্য কুরআন হেফজের প্রশিক্ষণ দেওয়া হবে। কোন শিক্ষক কোন শিক্ষার্থীর কাছে কুরআন প্রশিক্ষণের বিনিময়ে অর্থ গ্রহণ করতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, এর বিনিময়ে ওয়াকফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের বেতন প্রদান করা হবে।

বেহেশতী জেওর কি মাওলানা আশরাফ আলী থানবী’র লেখা?

এছাড়াও মিশরের ওয়াকফ মন্ত্রণালয় তাদের নতুন কৌশল বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতার পুনরুজ্জীবন, খতিবদের শক্তিশালীকরণ, খতিব ও পেশ ইমামদের বেতন, কুরআনিক স্কুল এবং চরমপন্থা মোকাবিলার ওপর কাজ করবে।

এই মন্ত্রণালয় কায়রোর ওয়াকফ সংস্থার উপদেষ্টা শেখ খালেদ খাজারকে আগামী সপ্তাহের মধ্যে কায়রোর ১০০টি মসজিদের এই প্রকল্প শুরু করার দায়িত্ব দিয়েছে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর