বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলামিক ফ্রন্টের অন্তর্ভুক্তি বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে ১৪ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শাসক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অন্তর্ভূক্তির বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। আওয়ামী লীঘ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের নির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, সোমবার (০৩ জুলাই) জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির নেতারা। বৈঠকে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র জমা দেবে ইসলামিক ফ্রন্ট। এরপর বিষয়গুলো যাচাই-বাছাই শেষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জোটে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ক্ষমতাসীন জোটের নেতারা।

সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জোটের শরিক দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।

হেফাজত ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনা করলো বিএনপি

ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০০৪ সালের শেষের দিকে এই জোট গঠন করা হয়। সুতরাং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে জোটের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শের সঙ্গে মৌলিক কোনও পার্থক্য রয়েছে কিনা, সাংঘর্ষিক কিনা, তা খতিয়ে দেখার আগে ফ্রন্টের যোগদান নিশ্চিত করতে চান না ১৪ দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ বলেন, ‘আমাদের সংগঠন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দেবে।’

তিনি বলেন, ‘গঠনতন্ত্র-ঘোষণাপত্র নিয়ে শিগগিরই আমরা জোটের সমন্বয়কের সঙ্গে বসব। আমাদের যোগ দেওয়ার ব্যাপারে জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের গঠতন্ত্র ও ঘোষণাপত্র চেয়েছেন। আমরা তা দেব।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোট সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন,  ‘আমরা বলেছি ১৪ দলের একটি নীতি আদর্শ আছে। সে অনুযায়ী তাদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র দেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে আমাদের সিদ্ধান্তে কথা জানাব।’

-এআরকে


সম্পর্কিত খবর