বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে আবারো দুই সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রকাশে সরকারকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ সময় দিয়ে এটর্নি জেনারেলকে উদ্দেশে করে প্রধান বিচারপতি বলেন, এটাই শেষ সুযোগ এরপর আর সময় দেয়া হবে না।

নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধির গেজেট প্রকাশের জন্য নির্ধারিত দিন ছিল আজ। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে আপিল বিভাগে আবারও সময় আবেদন করেন।

প্রসঙ্গত, এর আগেও এ সংক্রান্ত গেজেট প্রকাশে কয়েক দফা সময় নিয়েছিল সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় এর আগে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকেও তলব করেছিলেন আপিল বিভাগ।

এসএস/


সম্পর্কিত খবর