বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


জার্মানিতে বৈধতা পেলো সমকামী বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জার্মান পার্লামেন্টে সমকামী বিয়ের বৈধতার পক্ষে রায় দিলো এমপিরা। সমকামী বিয়ের বৈধতার প্রশ্নে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সোমবার বিরোধীদের এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির প্রস্তাব করলে শুক্রবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ব্যাপক ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রস্তাবটি পাস হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে জানা গেছে, এঞ্জেলা মার্কেল এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে নতুন এই আইন পাশ হওয়ায় এখন থেকে সমকামীরা (গে ও লেসবিয়ান) বিয়ের পূর্ণ অধিকার পেলেন। একই সঙ্গে তারা সন্তান দত্তকও নিতে পারবেন।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে এর আগে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লুক্সেমবার্গ, ফ্রান্স, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সমকামী বিয়েকে বৈধতা দেয়।খবর বিবিসি।

এসএস/


সম্পর্কিত খবর