আওয়ার ইসলাম : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ভারতে চলমান মুসলিম বিরোধী সহিংসতার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ধর্ম কখনও একে অপরকে ঘৃণা করতে শেখায় না। দেশে ধর্মের নামে যে ‘পরিবেশ’ তৈরি হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়।
মনমোহন বলেন, জাতীয় স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব ভারতীয়কে এক হয়ে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।
তিনি বলেন, ভারতের গরুর নাম করে মানুষ খুন গান্ধী কখনও সমর্থন করতেন না।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের এমন পথে হাঁটা প্রয়োজন যা দেশের সংবিধান ও আইনসম্মত। এ জন্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো উচিত। জাতীয় স্বার্থেই দেশবাসীর উচিত, একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোরক্ষকদের নিন্দা করে বিবৃতি দেন। তিনি বলেন, গোরক্ষার নামে হত্যা কখনওই সমর্থনযোগ্য নয়।
-এআরকে