ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সবার পরিচয় পাওয়া যায়নি। তবে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মাহমুদুল হাসান (২২), মেয়ে মায়শা (১০), ছেলে মোস্তাকিম (৮ মাস) এবং মামুন (২২)
শুক্রবার সন্ধ্যার কিছু আগে ওই এলাকার রাজলী মার্কেট সংলগ্ন ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে লিফটের তার ছিঁড়ে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মোজ্জামেল বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিন জন পুরুষ। তারা মার্কেটের ভেতরে নামাজ পড়তে ছিল। পরে লিফট-এর তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তার অগ্নিদগ্ধ হয়। দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভরৎবএ অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ তলা ভবনের দশ তলা পর্যন্ত শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আকস্মিক আগুনের বেশ কয়েকজন আটকা পড়েন সেখানে।